Posts

Showing posts from February, 2025

প্রতিচ্ছবি - প্রান্তিক সিনহা

Image
  আরো কিছুটা হাঁটলে, আরোও অনেক ছবি তুলে রাখতাম; কত গল্প তো তোমায় বলাই হলো না …. আমি এখনো হাঁটি, ছবিও তুলি; তোমাকে গল্পও বলি । চিঠি লেখা ছেড়েছি তুমি যাবার আগেই  তুলি দিয়ে কিন্তু তোমাকেই লিখি তোমাকেই খুঁজি  আরো কিছুটা হাঁটলেই, তোমাকে ছুঁয়ে তোমারই প্রতিচ্ছবি ; আমার গল্পে তুমিই আমি ।।