Puedo escribir los versos más tristes esta noche.
Tonight I can write the saddest lines..... . By Pablo Neruda আজ লিখতে পারি; আজ রাত্রে আমি বিষণ্ন বিকেলের গান লিখতে পারি, একাকী সন্ধ্যের সবচেয়ে করুণ আকুতি আঁকতে পারি সত্যি; যেমন ধর, "রাত্রির অন্ধকার ভেঙ্গে নীল তারার দল দূরে ভয়ে কম্পমান" অথবা, উচ্ছন্নে যাওয়া রাত্রির বিধ্বস্ত কান্না আকাশে বাতাসে ঘুর্নীয়মান আজ রাত্রে আমি বিষণ্ন বিকেলের গান লিখতে পারি, একাকী সন্ধ্যের সবচেয়ে করুণ আকুতি আঁকতে পারি আমি তোকে ভালোবাসতাম, আর কখনও তুইও হয়তো বা আমাকে I এরকমই এক রাতে, আমি তোকে আমার বুকের গভীরে আঁকড়ে তোর্ ঠোঁটে নীল নক্সা এঁকে দিয়েছিলাম, খোলা আকাশের নীচে, বারবার.... অনেকবার তুই আমায় ভালোবেসেছিলি, আর কখনও বা আমিও তোকে দীঘির জলের মত মায়াবী ওই চোখদুটোকে কি ভালো না বেসে থাকা যায় ? আজ রাত্রে আমি বিষণ্ন বিকেলের গান লিখতে পারি, একাকী সন্ধ্যের সবচেয়ে করুণ আকুতি আঁকতে পারি তোর্ না থাকার শুন্নতা, তোকে হারানোর যন্ত্রণা I অনন্ত রাত্রি আরও অন্তহীন তোকে ছাড়া আর আমার কবিতা শিশিরবিন্দুর মতো রক্ত ঝরায় অবিরাম কিছু কি আসে যায় ? আমার ভালবাসার বার্থ...