ইচ্ছেরা - প্রান্তিক সিনহা


Soliloquy - A tribute to Chandannagar 

Painter - Moumita Mukherjee

ইচ্ছেরা মাঝে মাঝে দেওয়াল ভাঙে,

খোলা আকাশ চেনায়;

ইচ্ছেদের কখনো বা খুব কান্না পায় ।


ইচ্ছেরা কিছুটা হাঁটতে জানে,

অনেকটা নদীও চেনে; তবুও 

তোমার কাছে যাবে বলে ডানা ঝাপটায় ….


ইচ্ছেরা রাত্রি হলে কতো গল্প বলে

কবিতা করে; এমনকি আঁকিবুকিও 

চেনা রাস্তায় তোমাকেই খোঁজে যদিও …..


ইচ্ছেরা বহু পৃথিবী ঘুরে আসে 

যুগ যুগান্ত ধরে; তারপরে

তোমারই পাড়ে এক পৃথিবী ভালোবেসে 


ইচ্ছেরা মাঝে মাঝে দেওয়াল ভাঙে 

খোলা আকাশ চেনায়;

ইচ্ছেদের কখনো বা খুব কান্না পায় ।।

Comments

Popular posts from this blog

A Thousand Desires - Pritish Nandy

A desperately "wanted" person - Prantik Sinha