Recession

 










বাড়িটা পড়েছিল market-এ বহুদিন
বিক্রি  হবে না  ধরেই  নিয়েছিল  প্রতিম
দাম  কমাতে  কমাতে কোনো  এক  তলানিতে এসে ঠেকে বলেছিল,
অন্যন্যা – এই  রইলো, আর পারব না কমাতে  এতো টুকুও!

তবু  যখন রান্না ঘরের সবুজ রংটা বদলালো
Carpet পাল্টিয়ে hard wood এলো  বসার  ঘরে
Realtor-এর কথায়  বদলাতে  হলো পুরোনো  oven -টাও
কাল  finally, কার  যেন মনে  হলো – it’s a good deal!

Deal deal করে,  নিক্তিতে  ওজন  করে এক এক করে
প্রতিম  আর অন্নন্যার  এক  একটা  স্বপ্ন  ভেঙ্গে
বেচে দিল দালাল  – দালালকে  আর  দোষ দি  কেন
স্বপ্ন বেচে  বাড়ি বানাতে  গেছিলি কেন পোড়ামুখো?

Comments

Popular posts from this blog

“Equanimity” – Why it is one of my favorite words?

Always - Pablo Neruda