Always - Pablo Neruda
আমার আগে যারা এসেছিল, তাদেরকে আমি ঈর্ষা করি না
তুমি এসো, তোমার কাঁধে ভর দিয়ে আসুক না তোমার প্রেমিক
তুমি এসো, তোমার চুলে খেলুক শত পুরুষ
তুমি এসো, তোমার বুকের মাঝে নিয়ে হাজার মানুষ
তুমি এসো নদী হয়ে, যে নদীতে মিশে অসংখ্য প্রেমিকের সঙ্গমমেলা উত্তাল সমুদ্র সৈকতে
অশান্ত ঢেউ-য়ে, সমর্পণ অনন্ত সময়ের কাছে !
অশান্ত ঢেউ-য়ে, সমর্পণ অনন্ত সময়ের কাছে !
তুমি ওদের সব্বাইকে নিয়ে এসো, এখানে-যেখানে আমি রয়েছি তোমার অবিরাম অপেক্ষায়
আমরা চিরতরে শুধুই তুমি আর আমি
এই পৃথিবীর বুকে একা হাঁটবো
আমাদের নতুন জীবন শুরু করবো
আমার আগে যারা এসেছিল, তাদেরকে আমি ঈর্ষা করি না
আমার পরে যারা আসবে, তাদেরকেও আমি ঈর্ষা করবো না
Comments
Post a Comment