Letter to N.Y. (For Louise Crane) - Elizabeth Bishop's poem revisited.....
তোর পরের চিঠিতে আশা করি লিখবি
কোথায় যাচ্ছিস, আর কি করছিস
কেমন ছিল নাটকটা, আর নাটক শেষে
খুনসুটি; চায়ের পেয়ালায় দারুণ মিষ্টি
"টাক্সি...ই", মধ্য রাতের টাক্সি, ছুটিস তুই
নিজের থেকে নিজেকে বাঁচাতে; রেড রোড ধরে ফুল স্পীড
যেখানে রাস্তা গিয়েছে বেঁকে, ঘুরেফিরে ওই ভিক্টোরিয়ার চারপাশে
অসহনীয় মিটারটা, তোকে চোখ রাঙায় বুঝি নৈতিকতার উপদেশে?
পেছনে ফেলে আসা ওই সারি সারি গাছ - কিম্ভূত আর ঘন সবুজ
দাঁড়িয়ে একাকী; ঘুটঘুটে এক কালো গুহার ফটকে
তুই হঠাতই পৌঁছে যাস অন্য এক জায়গায়
যেখানে সবকিছুই ভাসে ঢেউয়ের মাথায়,
হারিয়ে ফেলিস খেই; বেশিরভাগ কথোপকথনই অর্থহীন টুকিটাকি,
যেন ছেঁড়া পাতায় অবোধ শিশুর অর্ধেক মুছে দেওয়া আঁকিবুকি
আর গানগুলো অসম্ভব জোরালো, অথচ অস্পষ্ট
তারপর কফি হাউস থেকে বেরিয়ে
রাস্তার ধারের হলুদ বহুতল বেয়ে ওঠে সূর্য
যেন সর্ষে খেতের ঝলসানি
সর্ষে; ধান নয় বন্ধু, আমার যে বড় ভয় !
যদি সর্ষে হয়, তাহলে তো তোর নয় এই ফসল
সে যাই হোক, পরে যখন লিখবি
লিখিস কি করছিস, আর কোথায় যাচ্ছিস
The Original
For Louise Crane
In your next letter I wish you'd say
where you are going and what you are doing;
how are the plays, and after the plays
what other pleasures you're pursuing:
taking cabs in the middle of the night,
driving as if to save your soul
where the road goes round and round the park
and the meter glares like a moral owl,
and the trees look so queer and green
standing alone in big black caves
and suddenly you're in a different place
where everything seems to happen in waves,
and most of the jokes you just can't catch,
like dirty words rubbed off a slate,
and the songs are loud but somehow dim
and it gets so terribly late,
and coming out of the brownstone house
to the gray sidewalk, the watered street,
one side of the buildings rises with the sun
like a glistening field of wheat.
—Wheat, not oats, dear. I'm afraid
if it's wheat it's none of your sowing,
nevertheless I'd like to know
what you are doing and where you are going.
খুব ভালো লাগলো।
ReplyDeleteThank you so much
Deleteবাহ!! দারুন!!
ReplyDelete