A Thousand Desires - Pritish Nandy

A thousand desires, such as these; A thousand moments to set this night on fire Reach out, and you can touch them; You can touch them with your silences; You can reach them with your lust; Rivers, Mountains, Rain; Rain against the torrid hill scape A thousand, a thousand desires such as these এমনি হাজারো বাসনা আজ রাত্রির গভীর-ঘন আগুন ছোঁয়া কিছু কামনা; এমনি হাজারো মুহূর্ত ..... ছুঁয়ে এসো, ছুঁয়ে এসো সেই সব মুহূর্ত ছুঁয়ে এসো তোমার নীরবতায়, ছুঁয়ে এসো তোমার লালসায় ; নদী, পাহাড়, বৃষ্টি; শুকনো পাহাড় জুড়ে অবিরাম বৃষ্টি হাজারো; এমনি হাজারো বাসনা । শৈশবে, আমি ভালোবেসেছিলাম বৃষ্টিকে আর যৌবনে, হারিয়ে যাওয়া পথের বাঁকে ক্লান্ত সূর্যের তাপে পোড়া ধুধু প্রান্তর আর, তারপর; তারপর হঠাৎই সে এলো যেন এক নারী; অজানা আঁধারকালো তার চোখের তাপে পুড়লো আমার নীরবতা; তার শরীরের উষ্ণতা জড়ালো আমায়; যেন অন্তহীন গ্রীষ্মের দগ্ধতা । আমায় থামিও, আমায় জড়িয়ে রেখো আমায় নিয়ে যেও যেখানে যায়নি কেউ এখনও দুডানায় আগুন নিয়ে সাত সাগ...