A Thousand Desires - Pritish Nandy
এমনি হাজারো বাসনা
আজ রাত্রির গভীর-ঘন আগুন ছোঁয়া কিছু কামনা;
এমনি হাজারো মুহূর্ত .....
ছুঁয়ে এসো, ছুঁয়ে এসো সেই সব মুহূর্ত
ছুঁয়ে এসো তোমার নীরবতায়,
ছুঁয়ে এসো তোমার লালসায় ;
নদী, পাহাড়, বৃষ্টি;
শুকনো পাহাড় জুড়ে অবিরাম বৃষ্টি
হাজারো; এমনি হাজারো বাসনা ।
শৈশবে, আমি ভালোবেসেছিলাম বৃষ্টিকে
আর যৌবনে, হারিয়ে যাওয়া পথের বাঁকে
ক্লান্ত সূর্যের তাপে পোড়া ধুধু প্রান্তর
আর, তারপর;
তারপর হঠাৎই সে এলো
যেন এক নারী; অজানা আঁধারকালো
তার চোখের তাপে পুড়লো
আমার নীরবতা;
তার শরীরের উষ্ণতা জড়ালো
আমায়; যেন অন্তহীন গ্রীষ্মের দগ্ধতা ।
আমায় থামিও, আমায় জড়িয়ে রেখো
আমায় নিয়ে যেও
যেখানে যায়নি কেউ এখনও
দুডানায় আগুন নিয়ে
সাত সাগর পেরিয়ে
আমি উড়ে যাই গন্তব্যহীন শূন্যে
হেথা নয়; হেথা নয় অন্যকোথাও অন্যকোনোখানে
আর তুমি?
নদী, পাহাড়, বৃষ্টি;
শুকনো পাহাড় জুড়ে বেদনার বৃষ্টি
এমনি হাজারো বাসনা
আজ রাত্রির গভীর-ঘন আগুন ছোঁয়া কিছু কামনা;
এমনি হাজারো মুহূর্ত .....
ছুঁয়ে এসো, ছুঁয়ে এসো সেই সব মুহূর্ত
ছুঁয়ে এসো তোমার নীরবতায়,
ছুঁয়ে এসো তোমার লালসায় ;
নদী, পাহাড়, বৃষ্টি;
শুকনো পাহাড় জুড়ে অবিরাম বৃষ্টি
হাজারো; এমনি হাজারো বাসনা ।।
Comments
Post a Comment