Lonesong Street - Pritish Nandy


 সব পাওয়ার স্বপ্নপুর পেরিয়ে,

ব্যস্ততার রাজপথ ছাড়িয়ে…..

পেয়ে যাবে তুমি নিঃসঙ্গ বালুচরে,

না পাওয়ার এক অচিন গভীরে…..

তুমি বাম দিকে যেও;

আর; তুমি ডাইনে যেও

তারও পরে; যেইখানে ঊষা নামে, আঁধার কাটিয়ে 

সেইখানে তুমি ক্লান্ত দৃষ্টি ফিরিও, দিগন্ত ছাড়িয়ে…..

সন্ধ্যে নামার ঠিক আগে, যেইখানে গাঢ় নীল; ছায়ায়

সেইখানে নিঃসঙ্গ গানের সুর থেমে; তোমারই অপেক্ষায় ।


নিঃসঙ্গ সময়, যখন পিচগলা রাস্তায় 

মলহার নামে ত্রস্ত পায়ে,

দূরে; বহু দূরে…

নিঃসঙ্গ সময়, যখন আমাদের খামখেয়ালি বায়নায়

ফুল ফোটে জঙ্গল ভরিয়ে,

গভীরে; আরও গভীরে….

নিঃসঙ্গ সময়, যখন তোমার চোখের তারায়

ট্রাফিকের আলো বদলিয়ে,

নিয়নের নীলের ভিতরে….

নিঃসঙ্গ সময়, যখন মধ্যরাতের ট্রেন দৌড়োয়

প্রথম বৃষ্টি ছুঁয়ে,

তোমার শরীরে….

নিঃসঙ্গ সময়, যখন বন জুড়ে সব শষ্য আরো বন্য বন্যায় 

আমাদের ভালোবাসা চোখ রাঙিয়ে,

সারা আকাশ জুড়ে….


আর যখন সময় ফেরার;

যেইখানে, বালির ঝড় দাবানল জ্বালায় 

গোধূলির রুক্ষ অনিশ্চয়তায়

এসো সেইখানে;

তুমি থেকো আমার অপেক্ষায়

আমি আসব;

বাঁধভাঙা ঘূর্ণিঝড় হয়ে, গাছের শিরা-উপশিরায় 

আর আগুনলতায়

মুড়ে, একটা কবিতা আনব;

এক জ্বলন্ত নীলার মনিকোঠায় ।

তুমি যখন ক্লান্ত রাজপথ ছাড়িয়ে

আর, উত্তেজনার রাত পেরিয়ে ….

তারও পরে; যেইখানে ঊষা নামে, আঁধার কাটিয়ে 

সেইখানে তুমি ক্লান্ত দৃষ্টি ফিরিও, দিগন্ত ছাড়িয়ে….

সন্ধ্যে নামার ঠিক আগে, যেইখানে গাঢ় নীল; ছায়ায়

সেইখানে নিঃসঙ্গ গানের সুর থেমে; তোমারই অপেক্ষায় ।


 

Comments

Popular posts from this blog

A Thousand Desires - Pritish Nandy

ইচ্ছেরা - প্রান্তিক সিনহা

A desperately "wanted" person - Prantik Sinha