Absence - Pritish Nandy


Because I've not met you
I watch every face in the sunlight
at every crossing, every day
Because I've not met you
I catch every dream by its hair
at every turning, every night
For though I have not met you
I have known and loved your absence
The fact that you are not there....


তোমার সাথে দেখা হয় নি কোনোদিন…..

তাই; তুমিই আমার মেঘবালিকা, আমার নীরাকে পাওয়া

তোমার সাথে দেখা হয় নি কোনোদিন…..

তাই; এই আঠাশে, বড়োই অদ্ভুত আমার এই তোমাকে চাওয়া

তোমার সাথে দেখা হয় নি কোনোদিন..….

তাই; তোমাকে খোঁজার প্রয়াস ভুলে, অনেক সহজ পথ-চলতি হাওয়া

কারণ; যে ভালোবাসে, তার জীবনে ঢেউ তো আসেই

 

তোমার সাথে দেখা হয় নি কোনোদিন…..

তাই; বন্ধুদের কথাটাই হয়তো বা মেনে নিতাম এই ধোঁয়াশাতেই

কিন্তু; আমি যে তোমার খোলা চুলে রামধনু আঁকতে দেখেছি এই কুয়াশাকেই

তোমার সাথে দেখা হয় নি কোনোদিন..….

তবুও;

তোমায় না পাওয়ার শূন্যতাটাকেই

চিনেছি, আর ভালোবেসেছি;

তুমি যে নেই, সেই সত্যিটাকেই….

 

তোমার আঁধার কালো চোখের গভীরে,

চাঁদের আলো, আগুন উন্মত্ত

আমার মনে সুপ্ত যৌবন প্রমত্ত ….

তোমার এলোমেলো চুলের দিগন্ত

ছুঁয়ে আসে ঝর্ণা জলোচ্ছ্বাসের বসন্ত ….

সব জংলী ফুল, তোমারই গন্ধ ছড়ায়;

সব সূর্যালোক, তোমারই স্বপ্নে ভরায়;

আমাদের সব নৈকট্য ভিজে যায়,

নৈশরাতের মায়াভরা কুয়াশায়

এই আঠাশে, বড়োই অদ্ভুত আমার এই তোমাকে চাওয়া

তোমার সাথে দেখা হয় নি কোনোদিন..….

তাই;

 

তোমার সাথে দেখা হয় নি কোনোদিন…..

তাই; আমি প্রতিটা মুখ খুঁটিয়ে দেখি; প্রতিদিন,

প্রতিটা রাস্তার মোড়ে

তোমার সাথে দেখা হয় নি কোনোদিন…..

তাই; আমি প্রতিটা স্বপ্ন আঁকড়ে ধরি; প্রতিরাতে,

প্রতিটা পথের বাঁকে

তোমার সাথে দেখা হয় নি কোনোদিন..….

তবুও;

তোমায় না পাওয়ার শূন্যতাটাকেই

চিনেছি আর ভালোবেসেছি;

তুমি যে নেই, সেই সত্যিটাকেই….


Comments

Popular posts from this blog

A Thousand Desires - Pritish Nandy

A desperately "wanted" person - Prantik Sinha

প্রতিচ্ছবি - প্রান্তিক সিনহা