Posts

Showing posts from 2025

প্রতিচ্ছবি - প্রান্তিক সিনহা

Image
  আরো কিছুটা হাঁটলে, আরোও অনেক ছবি তুলে রাখতাম; কত গল্প তো তোমায় বলাই হলো না …. আমি এখনো হাঁটি, ছবিও তুলি; তোমাকে গল্পও বলি । চিঠি লেখা ছেড়েছি তুমি যাবার আগেই  তুলি দিয়ে কিন্তু তোমাকেই লিখি তোমাকেই খুঁজি  আরো কিছুটা হাঁটলেই, তোমাকে ছুঁয়ে তোমারই প্রতিচ্ছবি ; আমার গল্পে তুমিই আমি ।।

A Thousand Desires - Pritish Nandy

Image
  A thousand desires, such as these; A thousand moments to set this night on fire Reach out, and you can touch them; You can touch them with your silences; You can reach them with your lust; Rivers, Mountains, Rain; Rain against the torrid hill scape A thousand, a thousand desires such as these    এমনি হাজারো বাসনা আজ রাত্রির গভীর-ঘন আগুন ছোঁয়া কিছু কামনা;  এমনি হাজারো মুহূর্ত ..... ছুঁয়ে এসো, ছুঁয়ে এসো সেই সব মুহূর্ত  ছুঁয়ে এসো তোমার নীরবতায়, ছুঁয়ে এসো তোমার লালসায় ;  নদী, পাহাড়, বৃষ্টি; শুকনো পাহাড় জুড়ে অবিরাম বৃষ্টি  হাজারো; এমনি হাজারো বাসনা । শৈশবে, আমি ভালোবেসেছিলাম বৃষ্টিকে  আর যৌবনে, হারিয়ে যাওয়া পথের বাঁকে ক্লান্ত সূর্যের তাপে পোড়া ধুধু প্রান্তর আর, তারপর;  তারপর হঠাৎই সে এলো যেন এক নারী; অজানা আঁধারকালো  তার চোখের তাপে পুড়লো  আমার নীরবতা; তার শরীরের উষ্ণতা জড়ালো আমায়; যেন অন্তহীন গ্রীষ্মের দগ্ধতা । আমায় থামিও, আমায় জড়িয়ে রেখো আমায় নিয়ে যেও  যেখানে যায়নি কেউ এখনও দুডানায় আগুন নিয়ে  সাত সাগ...

A desperately "wanted" person - Prantik Sinha

Image
Description : Average height, Strong built; Wide face, Short dark hair and a beard; Dark eyes, Olive brown skin  Age : 32 years Dressed in : Usually a tunic with tassels, and sandals Occupation : Carpenter Last seen : Silently walking down, with a heavy load casually slung on his shoulders Destination : Unknown Wanted for : Standing up for truth and justice Accompanied pictures for identification Inspired By Via Dolorosa (Ways of the Cross - 14 Stations)  Pritish Nandy's "Wanted" Nirendranath Chakraborty's " উলঙ্গ রাজা "

Absence - Pritish Nandy

Image
Because I've not met you I watch every face in the sunlight at every crossing, every day Because I've not met you I catch every dream by its hair at every turning, every night For though I have not met you I have known and loved your absence The fact that you are not there.... তোমার সাথে দেখা হয় নি কোনোদিন ….. তাই ; তুমিই আমার মেঘবালিকা , আমার নীরাকে পাওয়া তোমার সাথে দেখা হয় নি কোনোদিন ….. তাই ; এই আঠাশে , বড়োই অদ্ভুত আমার এই তোমাকে চাওয়া তোমার সাথে দেখা হয় নি কোনোদিন ..…. তাই ; তোমাকে খোঁজার প্রয়াস ভুলে , অনেক সহজ পথ - চলতি হাওয়া কারণ ; যে ভালোবাসে , তার জীবনে ঢেউ তো আসেই   তোমার সাথে দেখা হয় নি কোনোদিন ….. তাই ; বন্ধুদের কথাটাই হয়তো বা মেনে নিতাম এই ধোঁয়াশাতেই কিন্তু ; আমি যে তোমার খোলা চুলে রামধনু আঁকতে দেখেছি এই কুয়াশাকেই তোমার সাথে দেখা হয় নি কোনোদিন ..…. তবুও ; তোমায় না পাওয়ার শূন্যতাটাকেই চিনেছি , আর ভালোবেসেছি ; তুমি যে নেই , সেই সত্যিটাকেই ….   তোম...

Lonesong Street - Pritish Nandy

Image
 সব পাওয়ার স্বপ্নপুর পেরিয়ে, ব্যস্ততার রাজপথ ছাড়িয়ে….. পেয়ে যাবে তুমি নিঃসঙ্গ বালুচরে, না পাওয়ার এক অচিন গভীরে….. তুমি বাম দিকে যেও; আর; তুমি ডাইনে যেও তারও পরে; যেইখানে ঊষা নামে, আঁধার কাটিয়ে  সেইখানে তুমি ক্লান্ত দৃষ্টি ফিরিও, দিগন্ত ছাড়িয়ে….. সন্ধ্যে নামার ঠিক আগে, যেইখানে গাঢ় নীল; ছায়ায় সেইখানে নিঃসঙ্গ গানের সুর থেমে; তোমারই অপেক্ষায় । নিঃসঙ্গ সময়, যখন পিচগলা রাস্তায়  মলহার নামে ত্রস্ত পায়ে, দূরে; বহু দূরে… নিঃসঙ্গ সময়, যখন আমাদের খামখেয়ালি বায়নায় ফুল ফোটে জঙ্গল ভরিয়ে, গভীরে; আরও গভীরে…. নিঃসঙ্গ সময়, যখন তোমার চোখের তারায় ট্রাফিকের আলো বদলিয়ে, নিয়নের নীলের ভিতরে…. নিঃসঙ্গ সময়, যখন মধ্যরাতের ট্রেন দৌড়োয় প্রথম বৃষ্টি ছুঁয়ে, তোমার শরীরে…. নিঃসঙ্গ সময়, যখন বন জুড়ে সব শষ্য আরো বন্য বন্যায়  আমাদের ভালোবাসা চোখ রাঙিয়ে, সারা আকাশ জুড়ে…. আর যখন সময় ফেরার; যেইখানে, বালির ঝড় দাবানল জ্বালায়  গোধূলির রুক্ষ অনিশ্চয়তায় এসো সেইখানে; তুমি থেকো আমার অপেক্ষায় আমি আসব; বাঁধভাঙা ঘূর্ণিঝড় হয়ে, গাছের শিরা-উপশিরায়  আর আগুনলতায় মুড়ে,...